বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫

আন্দোলনের নামে সন্ত্রাস, সহিংস রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০২ পিএম

আন্দোলনের নামে সন্ত্রাস, সহিংস  রাজনৈতিক  কর্মসূচির  প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী আওয়ামীলীগের আন্দোলনের নামে সন্ত্রাস, সহিংস রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে খুলশীথানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ আদরের নেতৃত্বে মিছিলটি নগরীর পশ্চিম খুলশী জালালাবাদ হাউসিং সোসাইটির টাওয়ার মোড় থেকে শুরু হয়ে ওয়ারলেস মোড়, চট্টগ্রাম টিভি সেন্টারের সামনে হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফয়েজ লেক মার্কেটের সামনে সমাবেশে পরিণত হয়। 

 

সমাবেশে যুবসংগঠক যুবনেতা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গত সতেরো বছর স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতনে এই দেশের মানুষ একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে ছিল। পাঁচে আগষ্ট সেই স্বৈরাচার নর পিচাস খুনী হাসিনা পালিয়ে যাওয়ার পর এই দেশের মানুষ তার দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের দেশ বিক্রি করা চুক্তি ও দেশের প্রশাসন কে ধ্বংস করে পালিয়ে যাওয়া ভারতের দালাল শেখ হাসিনা নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, দেশে স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য, আন্দোলনের নামে সহিংসতার ডাক দিয়েছে । এই ভাষার মাসে তা রুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধভাবে। দেশের জনগণের জানমালের নিরাপত্তায় রাজপথে অবস্থানে রয়েছে বিএনপি,যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

এই সময় আর ও উপস্থিত ছিলেন আদর,কামাল,লিটন,রাশেদ,সবুর,নূর হোসেন,স্বপন,হেলাল,জুয়েল,সোহেল, কাউসার,ইমরান ও ফখরুল।