শুক্রবার, ফেব্রুয়ারী ৭, ২০২৫

কুড়িগ্রামে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০২ এএম

কুড়িগ্রামে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

 

পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) ফুলবাড়ী উপজেলায় এক যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচটি  অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। 

ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় কিলন স্কেভেটারের মাধ্যমে ইটভাটার অবৈধ স্থাপনা ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়। ফলে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম। এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অভিযানে বন্ধ করে দেওয়া ইটভাটাগুলো হলো-

ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে ফুলবাড়ী-নাগেশ্বরী মহাসড়কের পাশে ডব্লিউ এএইচ ব্রিকস, এবি ব্রিকস ও এমএসএইচ ব্রিকস,বড়ভিটা ইউনিয়নের নওদাবশ গ্রামে সরকারি সাইফুর রহমান কলেজের পাশে মেসার্স আলতাব ব্রিকস,শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জে এম এস ব্রিকস।

জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এই কার্যক্রম প্রশংসনীয়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ধারাবাহিক অভিযান পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। 

অভিযান শেষে কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন—

"পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশের ভারসাম্য নষ্ট করে গড়ে ওঠা এসব ইটভাটা বায়ুদূষণের অন্যতম কারণ। আমরা চাই, কুড়িগ্রামের আকাশ ধোঁয়ামুক্ত থাকুক, বাতাস নির্মল হোক, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত হোক।"