সোমবার, এপ্রিল ২১, ২০২৫

গুঁড়িয়ে দেওয়া হল টাঙ্গাইল আওয়ামী লীগের কার্যালয়, সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০২ পিএম

গুঁড়িয়ে দেওয়া হল টাঙ্গাইল আওয়ামী লীগের কার্যালয়, সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা ও ছাত্র শিবির।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তারা ভেকু নিয়ে এসে পৌর শহরের মেইন রোডে অবস্থিত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙা শুরু করে। এ সময় বিক্ষুব্ধ জনতাকে উল্লাস করতে দেখা যায়। এতে ওই সড়‌কে যানচলাচল বন্ধ হ‌য়ে যায়।


জানা গেছে, বিপুল সংখ্যক ছাত্র-জনতা ও ছাত্র শিবির আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগানসহ কারে তারা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমবেত হয়।

পরে ভেকু দিয়ে দলীয় কার্যালয়টি গুঁড়িয়ে দেয়। এ সময় ছাত্র প্রতিনিধি মারিয়ান মুকাদ্দাস মিষ্টিকে ভেকুর ওপর বসে থাকতে দেখা যায়। এ ছাড়াও ঘটনাস্থলের পাশেই বৈষম্য বিরোধী ছাত্র- আন্দোলনের টাঙ্গাইলের অন্যতম সমন্বয়কারী আল আমিনকে দেখা গেছে।


পরে, আওয়ামী লীগের কার্যালয়টি ভাংচুরের পর বিকেল সাড়ে ৫ টায় একুশে পদক প্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত ফজলুর রহমান খান ফারুকের বাসাও ভাংচুর করে।


অন্যদিকে, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন এর বাসাও ভাংচুর করে ছাত্র-জনতা। এ বিষয়ে টাঙ্গাইলের ছাত্র প্রতিনিধি মারিয়ান মুকাদ্দাস মিষ্টি বলেন, আমরা টাঙ্গাইলে কোনও আওয়ামী লীগের অফিস রাখবো না। এখন আওয়ামী লীগ অফিস ভেঙেছি। এরপর টাঙ্গাইলে যত আওয়ামী লীগের নেতা আছে তাদের বাসা-বাড়ী ভাঙবো।


এ দিকে, ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান রিফাত বলেন, যারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল এই টাঙ্গাইলকে শাসন করে গেছে তাদের এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিসও ভেঙে ফেলবো। ফ্যাসিবাদের কোন আস্তানাই টাঙ্গাইলে কেন বাংলায় রাখবো না।


এ ব্যাপারে টাঙ্গাইলের বৈষম্যবিরোধীর সমন্বয়কারী আল আমিন কোনও বক্তব্য দিতে রাজি হননি। এ প্রসঙ্গে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, এই ভাংচুরের বিষয়টি আমার জানা নেই।


প্রসঙ্গত, গত বছর ২০২৪ সালের (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।