আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি)'র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৬ বছর মব জাস্টিসের ভেতরে ছিলাম, এখন তার কিছুই হচ্ছে না। শনিবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এবি পার্টি জেলা কার্যালয়ে জনসভাপূ্র্বক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বড় নৃশংস গণহত্যা হয়েছে জুলাই-আগস্টে। সেটি নিয়ে নুন্যতম অনুসূচনা নেই আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের।
বিচারপতি নিয়োগ নিয়ে তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর ৫৩ জন বিচারপতি নিয়োগ দিয়েছে। সেটি কিভাবে দিয়েছে আমরা জানি না।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি এক প্রশ্নের জবাবে বলেন, সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক ও জামালপুর জেলা কমিটির আহবায়ক এডভোকেট ছানোয়ার হোসেন প্রমুখ। পরে সেখানে এক জনসভা অনুষ্ঠিত হয়।