স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন যুক্তরাজ্য বিএনপি'র সহ সাধারণ সম্পাদক, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আহমেদ।
রবিবার (৯ ফেব্রুয়ারী) ঢাকাস্থ জিয়া উদ্যানে অবস্থিত স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি।
এসময় তার সাথে ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা সরফু আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, ঢাকা তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, বিএনপি নেতা এইজ আর নিরুসহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোনাজাত শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে নেতৃবৃন্দকে নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আসাদুজ্জামান আহমেদ।