সোমবার, এপ্রিল ২১, ২০২৫

উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনে আল্টিমেটাম

আশিকুর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম

উপাধ্যক্ষ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনে আল্টিমেটাম

শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজের নাম পরিবর্তনের জন্য অধ্যক্ষ পিয়ালী ভৌমিককে স্মারকলিপি দিয়েছেন শ্রীমঙ্গলের বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় ৪৮ ঘন্টার সময় বেধে দেন তারা।

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ ইসলাম উদ্দিন বলেন, ইতোমধ্যে আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি। স্বৈরাচারের মন্ত্রী-এমপি ও ফ্যাসিস্ট কারো নামে কোনো প্রতিষ্ঠান/স্থাপনা থাকলে দ্রুততম সময়ের মধ্যে তথ্য দেওয়ার জন্য অধিদপ্তর থেকে চিঠির মাধ্যমে আমাদের বলা হয়েছে। পরিপত্রের প্রেক্ষিতে আমরা কাজ শুরু করেছি। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের দাবি ইতোপূর্বে সরকারই বাস্তবায়ন শুরু করেছে। কাজেই স্মারকলিপি বা আল্টিমেটামের কোনো প্রয়োজন নেই।