রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কোটালীপাড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:০২ পিএম

কোটালীপাড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা

"এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" এ শ্লোগানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পরিস্কার পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 


আজ বুধবার উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা  হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: হারুন-অর-রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, উপজেলা সমাসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল,রাজিয়া খাতুন কওমী মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ বশির বিন শামসুদ্দিন, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, শিক্ষার্থী হামিম বিশ্বাস বক্তব্য রাখেন।


তারুণ্যের উৎসব উদযাপনে বক্তারা নিরাপদ মাতৃত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সুবিধাভোগী তরুণ-তরুণীদের উদ্যোক্তা তৈরিতে জব ফেয়ারের আয়োজন, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার, ভালো উদ্যোক্তা তৈরির বিষয়ে আলোচনা করেন। পরে উপজেলা পরিষদ চত্ত¡রে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ ও পরিস্কার-পরিছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।