সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট’র অভিযানে কক্সবাজারের রামুতে আটক হয়েছেন কক্সবাজারের আলোচিত সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের পিএস উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিককে (৪২)।
রামু থানার অফিসার ইনচার্জ ( ওসি) ইমন কান্তি চৌধুরী সাংবাদিকদের জানান, মঙ্গলবার ১১ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে রামু মন্ডল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি ও হামলা করার অভিযোগে একাধিক মামলা রয়েছে।