বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ইং উদযাপন ও আগামী ২৪ শে ফেব্রুয়ারি রাঙ্গামাটি জেলা বিএনপির সমাবেশে যোগদান উপলক্ষে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি বার (১৩ ফেব্রুয়ারি ) সকালে ১০ ঘটিকার রাজস্থলী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলার বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায় উক্ত প্রস্তুতি মুলক সভা উপস্থিত ছিলেন উপজেলা জেলা বিএনপি সিনিয়ার সভাপতি আবুল হাসান মেম্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সগীর আহমেদ, জেলা বিএনপির সদস্য চাথাই মারমা জেলা বিএনপির সদস্য মেসাসিং মারমা, উপজেলা বিএনপির সাংগঠনিক মোঃ বাবলু , উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহমেদ রুবেল, জেলা তাঁতি দলের সদস্য মোঃ আফছার আলী , উপজেলা কৃষক দলের সভাপতি বিশু সাহা, উপজেলা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মিদোষী মারমা কৃষক দলের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোঃ সুমন খান, উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ইসা রিপন, বাঙ্গাল হালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা, বাঙ্গাল হালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।