বুধবার, মার্চ ১২, ২০২৫

পিরোজপুরে চুরি হওয়া ৪০টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার

এম এ মুন্না, পিরোজপুর

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম

পিরোজপুরে চুরি হওয়া ৪০টি মোবাইল ফোন ও টাকা উদ্ধার

পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকে সাম্প্রতি চুরি হওয়া ৪০ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও অনলাইন ট্রানজেকশনে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া  ৯০,০০০ টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে  পিরোজপুর জেলা পুলিশ।


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১.৩০ টায় পিরোজপুর  পুলিশ সুপারের কার্যালয়ে ভুক্তভোগী মালিকদের হাতে ফোন এবং টাকা তুলে দিয়েছেন  পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবুন নাসের।


এ সময় পুলিশ সুপার বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খান এর নেতৃত্বে জেলার আইসিটি এবং মিডিয়া শাখার তৎপরতায় দেশের বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৪০ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং অনলাইন ট্রানজেশনে প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া ৯০,০০০ টাকা আমরা মালিকদের হাতে তুলে দিয়েছি।


এসময় পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ ইতোপূর্বেও এরকম উদ্ধার তৎপরতা চালিয়ে জনগণের পাশে থেকেছে। ভবিষ্যতেও পুলিশের আইসিটি এবং মিডিয়া শাখার এরকম তৎপরতা অব্যাহত থাকবে।