কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া কুখ্যাত মাদক কারবারি দম্পতিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে অদ্য ১৩ ফেব্রুয়ারী ভুরুঙ্গামারী থানায় এনেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গত ০৫ জানুয়ারি ২০২৫, বিকাল আনুমানিক ০৫:১৫ মিনিটে, ভূরুঙ্গামারী থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বাবুরহাট বাজার এলাকা থেকে ১৬২০ পিস ইয়াবাসহ মোঃ হাফিজুল ইসলাম ওরফে হাফিজুর ইসলাম (২২) ও মোছাঃ সমেলা বেগম (২০) নামে এক দম্পতিকে হাতেনাতে গ্রেফতার করে।
তবে আসামিদের আত্মীয়-স্বজন ও স্থানীয় উশৃঙ্খল জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের হ্যান্ডকাফসহ পালিয়ে যেতে সহায়তা করে।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মামলা নং- ০৩, তারিখ- ০৬/০১/২০২৫ দায়ের করা হয়। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ তৎসহ ১৮৬/৩২৩/৩৩২/৩৫৩/২২৪/২২৫/৪২৭/১১৪/৩৪ পেনাল কোড -১৮৬০ ধারায় রুজু করা হয়।
মামলা দায়েরের পর পুলিশের অনুসন্ধানে ০৭ জানুয়ারি ২০২৫ তারিখে হ্যান্ডকাফ উদ্ধার করা হয় এবং পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি জনাব মোঃ বজলার রহমান জানান, মামলা রুজুর পর কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা-এর তদারকিতে, অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানা জনাব মোঃ আল হেলাল মাহমুদ-এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম-এর সুচারু তদন্ত ও অনুসন্ধানের মাধ্যমে চট্টগ্রামের চান্দগাঁও মেট্রোপলিটন থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
অবশেষে, কুখ্যাত মাদক কারবারি দম্পতি হাফিজুল ও সমেলা কে গ্রেফতার করা সম্ভব হয়। ১৩ ফেব্রুয়ারি ২০২৫, বিকেলে তাদের ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসা হয়। যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।