বাহুবল উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকলিছুর রহমান মাষ্টারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের হামিদনগর এলাকা থেকে গ্রেফতার করে বাহুবল মডেল থানা পুলিশ।
সদর ইউনিয়নের বাবনাকান্দি গ্রামের ছইব আলীর ছেলে তিনি।
বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।