শরীয়তপুর ও মাদারীপুরের ২৪ যুবককে ইতালি নেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া দালাল চক্রের অন্যতম সদস্য রাশেদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মরিয়ম আক্তার নিপা রিমান্ড ও জামিন শুনানি জন্য আগামী সোমবার দিন ধার্য করে জেলা কারাগারে পাঠিয়ে দেন। এর আগে শুক্রবার ঢাকার যাত্রাবাড়ী থেকে রাশেদ খানকে আটক করে সিআইডি পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, শরীয়তপুর পালং থানায় ভুক্তভোগী ফারুক পেদা বাদী হয়ে রাশেদ খানসহ ৭জনকে আসামি করে মানব পাচারের একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া আরও ১১টি মানব পাচারের মামলার আসামি রাশেদ খান।
জানা গেছে, রাশেদ খান ও টুন্নু খানসহ দালাল চক্ররা শরীয়তপুর ও মাদারীপুরের ২৪ যুবককে ইতালি নেয়ার কথা বলে পরিবারের কাছ থেকে ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয়। প্রায় এক বছর কেটে গেলেও সন্তানদের খোঁজ না পাওয়ায় পাচারকারীদের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী পরিবারগুলো।
এ ঘটনায় যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের।
এদিকে, রাশেদ খানের গ্রেফতারের কথা ছড়িয়ে পড়লে সকাল থেকেই শরীয়তপুর আদালত প্রাঙ্গনে জড়ো হতে শুরু করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ভুক্তভোগীদের অবস্থান দেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপনে আসামি রাশেদ খানকে জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ।
এরপর রাশেদ ও টুন্নু খানের ফাঁসির দাবি ও নিখোঁজ সন্তানদের ফেরত পেতে আদালত প্রাঙ্গনে আমরণ অনশনে বসে ভুক্তভোগী পরিবার। এ সময় অনশনে বসা পরিবারগুলোর সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
মামলার বাদী ফারুক পেদা বলেন, আমার ছেলে প্রায় এক বছর ধরে নিখোঁজ। আমি ছেলের খোঁজ চাইলে রাশেদ-টুন্নুরা আমাকেসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করেছে। আমরা রাশেদের উপযুক্ত বিচার ও অন্যান্যদের গ্রেফতারের দাবিতে অনশন শুরু করেছি৷ আমরা আমাদের সন্তানদের খোঁজ চাই।মানবপাচারকারীদের বিচার ও তাদের সন্তানদের খোঁজ না পাওয়া পর্যন্ত অনশন চলমান রাখবেন বলেও জানান তারা।
এ বিষয়ে শরীয়তপুর পালং কোর্ট পুলিশের জিআরও মো. রাশেদুল ইসলাম বলেন, রাশেদ খান নামে এক এজহার নামীয় আসামীকে গ্রেফতার করে আদালতে হস্তান্তর করেছে পুলিশ। আদালতে সিআইডির পক্ষ থেকে রিমান্ড ও আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড ও জামিনের শুনানির জন্য আগামি সোমবার দিন ধার্য করেছে। আদালতের নির্দেশে রাশেদ খানকে কারাগারে প্রেরণ করা হয়েছে।