টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল রানার চুরি যাওয়া মোবাইল উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।
গত ১২ জানুয়ারী সাংবাদিক বাবুল রানার বাসা থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়। এব্যাপারে মধুপুর থানায় একটি জিডি করেন বাবুল রানা। সেই জিডির পরিপ্রেক্ষিতে মধুপুর থানার চৌকস পুলিশ অফিসার এস আই সেলিম তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান শুরু করেন।
অনুসন্ধানে দেখা যায়, মধুপুর থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি ঢাকার গাজীপুরে ব্যবহৃত হচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে এস আই সেলিম ঢাকার গাজীপুর থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধায় মোবাইল ফোনটি বাবুল রানার নিকট হস্তান্তর করেন, মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবির ও এস আই সেলিম।
খুব দ্রুততম সময়ের মধ্যে চুরি যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে মধুপুর থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা সহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ।