রবিবার, এপ্রিল ২০, ২০২৫

টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেলো ১৪৩১ বসন্ত বরন উৎসব

নাজমুল আদনান, টাঙ্গাইল

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০২ পিএম

টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেলো ১৪৩১ বসন্ত বরন উৎসব

ফাগুনের বাতাসে শিমুল-পলাশের রঙ, কোকিলের সুর, আর মনের কোণে বসন্তের দোলা—সব মিলিয়ে আসছে নতুন ঋতুর আনন্দবার্তা! এই ফাগুনকে স্বাগত জানাতে আমরা আয়োজন করেছি "বসন্ত উৎসব ১৪৩১"। শিল্প, সংস্কৃতি আর বাঙালির ঐতিহ্যের রঙে রাঙিয়ে তুলবো। 


কুমদিনী সরকারি কলেজ আয়োজনে  আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কুমুদিনী কলেজ প্রাঙ্গণে  সকাল থেকে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় ‘বসন্ত উৎসব ১৪৩১’।  আয়োজিত বসন্ত উৎসব ১৪৩১’ দিয়ে শুরু হয় বসন্তের গান ও নৃত্য পরিবেশন। এ সময় লোকগীতির পাশাপাশি, আধুনিক গান পরিবেশন করেন শিল্পীরা। এবং কুমুদিনী কলেজে শিক্ষার্থীরা। 
 

উপস্থিত শিক্ষক এবং অভিভাবক বলেন, সকালে উঠেই এখানে চলে এসেছি বসন্ত উৎসব দেখতে। বসন্তের এই আয়োজন সারা দিন উপভোগ করব।


এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রফেসর মো : খলিলুর রহমান অধ্যক্ষ, কুমুদিনী সরকারি  কলেজ। বিশেষ অতিথি : প্রফেসর মো: আব্দুর রাজ্জাক খান।  উপাধ্যক্ষ কুমুদিনী সরকারি  কলেজ। মোয়াজ্জেম হোসেন ভূইয়া। এবং সভাপতিত্বে করেন  শম্পা শারমিন খান আহ্বায়ক বসন্ত বরন উদযাপন  কমিটি।