২১ ফেব্রুয়ারি সকাল ৮ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এএম নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স. ম. জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মাদ রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথি, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য মোহাম্মদ হাশেম, মোঃ দেলোয়ার, আব্দুর রব লিটন, অপু সিং, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শ্রমিক দলের সভাপতি আবু তৈয়ব, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আকবর শাহ্ থানা শ্রমিক দলের সভাপতি মনির হোসেন, চান্দগাঁও থানা শ্রমিক দলের সভাপতি, আব্দুল হান্নান রুবেল, খুলশী থানার সভাপতি মোঃ বেলাল, মোহাম্মদ ফরিদ, রেল শ্রমিক দলের আব্দুল লতিফ, গার্মেন্টস শ্রমিক দলের সভানেত্রী ফাতেমাতুর তানিয়া, আব্দুল বারেক, ফজলুল হক জাবেদ, কামাল হোসেন অপু, নুর মোহাম্মদ, মনির হোসেন প্রমুখ। পুষ্পমাল্য অর্পণের পূর্বে এক সংক্ষিপ্ত সভায় সভাপতি এ এম নাজিমুদ্দীন বলেন, এই জাতি বীরের জাতি। যে জাতি ভাষার জন্য সংগ্রাম করেছে। ভাষার অধিকার অর্জন করেছেন। পরবর্তীতে সংগ্রাম করে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। কিন্তু অপরদিকে বারবার স্বৈরাচারীরা স্বাধীনতাকে খর্ব করে রাষ্ট্রক্ষমতা দখল করে একত্ববাদী শাসন চালাতে চায়। যার কারনে আওয়ামী লীগ স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শ্রমিক জনতার গণআন্দোলনের মুখে তাই আজকে আমরা স্বাধীনভাবে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করতে পেরেছি। তাই মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি- আল্লাহ যেন দেশের সকল ভাষা আন্দোলনসহ গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। এ সময় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আজকের একটি সুন্দর পরিবেশে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য সাথে সাথে রাষ্ট্রের বিরুদ্ধে আর কোন ষড়যন্ত্র করলে শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। আজকে ভাষা শহীদদের স্মরণে এটাই আমাদের প্রতিজ্ঞা। এ সময় কে সি দে রোড থেকে সিনেমা প্যালেস হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে র্যালী সহকারে গিয়ে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।