রবিবার, এপ্রিল ২০, ২০২৫

“আইসো বাহে চর বাছাই” স্লোগানের মুখরিত কুড়িগ্রামের চরাঞ্চল

জাকারিয়া শেখ, ফুলবাড়ী

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:০২ পিএম

“আইসো বাহে চর বাছাই” স্লোগানের মুখরিত কুড়িগ্রামের চরাঞ্চল

চরাঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়ন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডপে এক মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চর উন্নয়ন কমিটি, ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং চর এলাকার উন্নয়নের জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, আহ্বায়ক, চর উন্নয়ন কমিটি, কুড়িগ্রাম জেলা। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত চরাঞ্চলের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগ বাড়ানো জরুরি। চর এলাকার উন্নয়ন ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে একটি আলাদা মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তা রয়েছে।”


তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্যসেবা, রাস্তা-ঘাট, কৃষি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এছাড়া, বন্যা ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”


এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মুসাব্বের আলী মুসা, সাবেক চেয়ারম্যান, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ। তিনি বলেন, “চরাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করা সম্ভব।”


সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাদাত হোসেন, আহ্বায়ক, চর উন্নয়ন কমিটি, ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রাম। তিনি বলেন, “চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ও অবহেলার শিকার। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। চরবাসীর দীর্ঘদিনের দাবি চর বিষয়ক একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য আমরা একযোগে আওয়াজ তুলবো।”


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সাবেক সাঃ সম্পাদক আব্দুল মান্নান মুকুল। তিনি বলেন, “চরবাসী বছরের পর বছর নানা দুর্ভোগের শিকার হচ্ছে। তাদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”


চরাঞ্চলের বাসিন্দা আমেনা বেগম বলেন, “আমরা প্রতিনিয়ত বন্যা ও নদীভাঙনের শিকার। আমাদের থাকার ঘর, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আমাদের জন্য যদি বিশেষ পরিকল্পনা নেওয়া হয়, তাহলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো।”


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব, চর উন্নয়ন কমিটি, ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রাম।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক খোরশেদ আলম,সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন এবং ভাঙ্গামোড় ইউনিয়ন বিএনপির সম্পাদক রাসেল সরকার প্রিন্সসহ আরও অনেকে। তারা সকলেই চরাঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।