রবিবার, এপ্রিল ২০, ২০২৫

তিন বিভাগে বৃষ্টির আভাস

দক্ষিণ বঙ্গোপ্রসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ

আজকের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:০২ পিএম

তিন বিভাগে বৃষ্টির আভাস

ঋতুরাজ বসন্তের প্রথম দিনে রবিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপ্রসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রবিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।


রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি থেকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।