রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কুষ্টিয়ায় সরকারী কলেজের শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম

কুষ্টিয়ায় সরকারী কলেজের শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়া সরকারী কলেজের ১৩ শিক্ষকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টায় কলেজের বিজ্ঞান ভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া সরকারি কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা।


শিক্ষার্থীদের অভিযোগ, একটি কুচক্রী মহল পুলিশের সঙ্গে যোগসাজসে মামলাবাজির ব্যবসা করতেই এই মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে।


ওই কুচক্রী মহলটি আমাদের শিক্ষা জীবনকে  অন্ধকারে ঠেলে দেয়াসহ কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল করে শিক্ষার মনোরম পরিবেশ ধ্বংসের কাজে লিপ্ত। শিক্ষার্থীরা অবিলম্বে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা থেকে ১৩ শিক্ষকের নাম নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় দাবি আদায়ের জন্য লাগাতার ক্লাশ-পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


মামলার বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, যে কেউ যে কারও বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলে মামলা হতেই পারে।আমরা তদন্ত করে দেখবো ঘটনার সত্যতা আছে কি না। সত্যতা না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চার্জশিট হবে না।