পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিনে দুপুরে- সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মোস্তফা মিয়ার বাড়ির ৫ টি ফ্লাটে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই চোরের দল নগদ ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও উপজেলায় দু-একটি চুরির ঘটনা প্রতিদিনই ঘটছে।
বাড়িটির মালিক বেকারি ব্যবসায়ী মোস্তফা মিয়া জানান, রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা প্লাস এর পাঁচটি ফ্লাটে চুরির হয়। তখন ঘরে আর কেউ ছিলো না। আত্মীয়ের বাড়িতে থেকে এসে ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। এরপর দেখতে পাই আলমিরায় রাখা ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নেই। ঘরের সিঁড়ির উপরে টিন কেটে ঘরে ঢুকে তাঁরা। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে সব ফেলে দেয়।
ফ্লাটের ভাড়াটিয়া সূত্রে জানা গেছে,তারা সকলেই চাকরিজীবী সকালে বাসায় তালা লাগিয়ে কর্মস্থলে চলে যায়।এই সুযোগে চোরের সঙ্ঘবদ্ধ দল চুরি করতে সক্ষম হয়।তারা বাসায় থাকা স্বর্ণালংকার সহ নগদ টাকা নিয়ে যায়।
ধারনা করা হচ্ছে সঙ্ঘবদ্ধ চোরের দল তালা না ভেঙ্গে কেমিক্যাল ব্যবহার করে তালা খুলতে সক্ষম হয়।
সৌদি প্রবাসী নুরুজ্জামান জানান, আমি ছুটিতে বাড়িতে এসেছি। গ্রামের বাড়িতে গিয়েছিলাম।পরে খবর পেয়ে বাসায় এসে দেখি আমার ফ্ল্যাটের দরজার তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে দেখি স্টিলের আলমারি ভেঙে নগদ প্রায় এক লক্ষ টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মঠবাড়িয়া থানা পুলিশের একটি টিম। এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।