রবিবার, এপ্রিল ২০, ২০২৫

রাজনগরে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:০২ পিএম

রাজনগরে নবনির্মিত মডেল মসজিদের উদ্বোধন

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হয়েছে। 

 

২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৫টায় মসজিদের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল যুক্ত হন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ফারুক আলম, রাজনগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মোর্শেদুল হাসান খান, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ মাহমুদুল হাসান, প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল হক।

ইয়াহিয়া আহমদ চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান মাও আহমেদ বিলাল ও উপজেলা জামাতের আমীর আবু রাইয়ান শাহীন, মাওলানা হিফজুর রহমান আরিফ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, বিএনপি নেতা হাকিম বকস সুন্দর, জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল মান্নান প্রমুখ।