টাঙ্গাইলে দেশজুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কর্মসূচি পালন করছেন নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ।মঙ্গলবার (২৫ফেব্রয়ারি) সন্ধা ৬:৩০ মিনিটে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানের সামনে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে। এ সময় ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করা হয়।
এ সময় তাদের হাতে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মার মাগফেরাত কামনা করা লেখা ফেস্টুন দেখা যায়। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি জানান । এ সময় আরো বলেন টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় ডাকাতদের কবলে পড়েছে শিক্ষা সফরের চারটি স্কুলবাস। ডাকাতরা বাস থেকে লুট করেছে মালপত্র। গত ১০ দিনে এই সড়কে তিনটি ডাকাতির ঘটনা ঘটল।ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের অবস্থান ঘাটাইলের কাছাকাছি।
মঙ্গলবার ভোরে চারটি বাস নিয়ে ওই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষা সফরের জন্য রওনা দেন নাটোরের গ্রীনভ্যালি পার্কের উদ্দেশ্যে। ভোর সাড়ে চারটার দিকে বাস চারটি ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদীঘি সড়কের সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছলে তারা ডাকাত দলের কবলে পড়েন।
এ সময় তারা আরো বলেন বাংলাদেশে মেয়েরা কোথাও নিজেদের নিরাপদ মনে করে না। শিক্ষার্থীরা বলেন, আবু সাইদ ও মুগ্ধদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। অথচ প্রশাসন দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। যে কারণে সারাদেশে ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও হত্যার মত ঘটনা বৃদ্ধি পেয়েছে। দ্রুত ধর্ষকদের বিচার দাবী করেছেন তারা