রবিবার, এপ্রিল ২০, ২০২৫

জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন

রিয়াজ রহমান, জগন্নাথপুর

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ পিএম

জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন

জগন্নাথপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক ডেপুটি কমান্ডার উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। 


মৃত্যকালে তিনির বয়স হয়েছিল ( ৮০ ) বছর। মৃত্যুকালে স্ত্রী,৩ ছেলে নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 


মঙ্গলবার  (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তিনির দাফন সম্পন্ন করা হয়। 


জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে সাদিকুল ইসলাম রাজু । নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  রিয়াদ বিন ইব্রাহিম ভূইয়া সা-আধ, জগন্নাথপুর থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। জানাযার নামাজে কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাশিম, আব্দুল কাইয়ুম, সাংবাদিক রিয়াজ রহমান, মো: হুমায়ুন কবিরসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।