শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

নিজ এলাকায় চেয়ারম্যান নজমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০২ পিএম

নিজ এলাকায় চেয়ারম্যান নজমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

 

সিলেটের বালাগঞ্জে আওয়ামী লীগের নেতাদের প্রশ্রয় দিয়ে আঁতাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান নাজমুল আলম নজমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। 

নজম উপজেলার দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সিলেট জেলা বিএনপি'র সদস্য ও বালাগঞ্জ উপজেলা বিএনপি'র সহ সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন। 

জানা যায়, আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধায় স্থানীয় মোরারবাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। এসময় তাদের বলতে শোনা গেছে- ছিঃ ছিঃ চেয়ারম্যান লজ্জ্বায় বাচি না, নজম চেয়ারম্যান হুশিয়ার সাবধান। 

বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান নজম ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছেন। বিভিন্ন মামলা থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা লোকন মিয়াসহ একাধিক নেতাকে তিনি "সেইফ" করে রাখছেন। অপরাধীদের পৃষ্টপোষকতা দিয়ে নজম চেয়ারম্যান বিএনপি'র আদর্শের বিচ্যুতি করছেন। আমরা অবিলম্বে তাকে বিএনপি'র দলীয় পদবী থেকে তাকে বহিষ্কার করার দাবি জানাচ্ছি।