সারাদেশে সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইলে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এই মাননবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব আহমেদ শেরসা, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইদুল ইসলাম, যুগ্ম-আহব্বায়ক আল আমিন সিয়াম, যুগ্ম সদস্য সচিব সেজান আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে গেছে। অতিদ্রুতই ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।
পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।