সুনামগঞ্জের জগন্নাথপুরে মূল্যতালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া।
পবিত্র রমজান মাসে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় জিনিসের কৃত্রিম সংকট সৃষ্টি করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করছেন।
এদিকে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার (২ মার্চ) বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়ার নেতৃত্বে জগন্নাথপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে দোকানে মূল্যতালিকা না থাকায় তিন পোল্ট্রি ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, অতিরিক্ত দামে লেবু বিক্রি করায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া বলেন, "দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"