শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

কোটালীপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৫, ০২:০৩ পিএম

কোটালীপাড়ায় পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।


আজ শনিবার ভোরে উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের নিউটন মজুমদার লিটনের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।


পুকুরের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার পুকুরে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেই। পুলিশ এসে নারীর লাশটি উদ্ধার করে নিয়ে যায়।


কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, এলাকাবাসীর খবর পেয়ে বাগান উত্তরপাড়া গ্রামের নিউটন মজুমদার লিটনের পুকুর থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করি। লাশটি দেখে মনে হচ্ছে কয়েকদিন ধরে পুকুরে ভাসতে ছিল। এখন পর্যন্ত লাশটি পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে লাশটির মৃত্যুর কারণ জানা যাবে।