শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নারীর প্রতি সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে কোটালীপাড়া ছাত্রদলের মানববন্ধন

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

নারীর প্রতি সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে কোটালীপাড়া ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী  নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপিড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 


আজ সোমবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সামনের সড়কে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 


মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মস্তসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।