দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোনারগাঁওয়ে মানববন্ধন করেছে সর্বস্তরের সচেতন জনগণ।
মঙ্গলবার (১১ মার্চ) নারায়ণগঞ্জের সোনারগাঁ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মোগরাপাড়া চৌরাস্তায় সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশের নাগরিক সমাজ তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। অব্যাহতভাবে চলতে থাকা নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নারীদের দলবদ্ধভাবে হেনস্তা ও নিপীড়নের বিরুদ্ধে রাতে–দিনে প্রতিবাদ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ও সড়কে।
সাংবাদিক কামরুজ্জামান রানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মোগরাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন সোনারগাঁওয়ের আইটি ও মিডিয়া সমন্বয়ক শরিফুল সাকিব, নারায়ণগঞ্জস্থ তিতুমীর কলেজ ছাত্র কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মুহম্মদ ইমন, সোনারগাঁ পৌরসভা জোনাল সমন্বয়ক আরাফাত ইসলাম সিয়াম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নারী–শিশু ধর্ষণের পরপর কয়েকটি ঘটনা উদ্বেগ–উৎকণ্ঠার সৃষ্টি করেছে। এ পরিস্থিতির মধ্যে একটি আলোচিত শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির জামিনে বেরিয়ে আসার ঘটনা ঘটেছে। এতে জনগণের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
সোনারগাঁয়ে কাঁচপুরে ঘটে যাওয়া ধর্ষণ মামলার দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে প্রচলিত ধর্ষণ-নিপীড়ন ও নারী নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে মানববন্ধন পালন করা হয়।