দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে “বোন তোমার ভয় নাই'ভাই তোমার মরে নাই”স্লোগানে ফুলপুর পৌর এলাকার আঞ্জুমান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাধারণ মানুষ সহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন। এসময় তারা বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে ধর্ষণের মতো ন্যক্কারজনক অপরাধের ক্ষেত্রে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা না গেলে সমাজে এমন অপরাধ বারবার ঘটতে থাকবে।একই সঙ্গে দেশে ধর্ষণের ঘটনা প্রতিরোধে আইনি ব্যবস্থা আরো জোরদার করার আহ্বান জানান তারা।