বুধবার, মার্চ ১২, ২০২৫

শেকৃবিতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

মোঃ শাকিব আহম্মেদ, শেকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম

শেকৃবিতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

সারাদেশে বেড়ে চলা ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। 


মিছিলটি ছাত্রীহল গুলোর সামনে পৌঁছালে ছাত্রীরাও প্রতিবাদ মিছিলে যুক্ত হন। এ সময় প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। মিছিলটি প্রশাসনিক ভবন হয়ে দ্বিতীয় গেইট এ পৌঁছায় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা “দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে”, "সারা বাংলায় খবর দে,ধর্ষককে করব দে", “আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই" ইত্যাদি স্লোগান দিতে থাকে।


সমাবেশে শিক্ষার্থী তাসনিম বলেন, " বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীন দেশ হয়েও নারীদের কোনো নিরাপত্তা নেই। আজ আসিয়ার সাথে এমন ঘটেছে কাল আমার সাথেও হতে পারে। তাই আমরা এর সাংবিধানিক সমাধান চাই।"


আরেক শিক্ষার্থী নিশু বলেন, "৫ আগস্ট বাংলাদেশের দ্বিতীয়  স্বাধীনতা অর্জনের পিঁছনে আমাদের হাজার হাজার ভাই-বোনেরা রক্ত দিলো। এই রক্তের দাম কোথায়? আজ আমার বোনেরা স্বাধীন দেশে ধর্ষিত হয়। বাংলাদেশের প্রত্যেকটা নারী যে যে পেশায় আছে, যেকোনো বয়সের নারীর নিরাপত্তা নিশ্চিত করে যেন ইন্টেরিম গভর্নমেন্ট নির্বাচন দেয়।"


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং বর্তমান ন্যাশনাল সিটিজেন পার্টির সদস্য আশিক আহমেদ বলেন, "দেশের প্রতিটি মানুষ যখন চায় ধর্ষকের ফাঁসি হোক, পাথর মেরে ধর্ষককে মেরে ফেলা হোক, তখন সরকারের সমস্যা কোথায়? সরকার কেন চাচ্ছে না। আমার দেশের প্রতিটি বোনের নিরাপত্তা যতক্ষণ না নিশ্চিত হচ্ছে, ততক্ষণ আমাদের সংগ্রাম চলছে, চলবেই।


সমাবেশে বক্তারা সরকারকে সতর্ক করে বলেন, ধর্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের সাধারণ জনগণই নিজের হাতে বিচারের দায়িত্ব তুলে নেবে। শিক্ষার্থীরা অঙ্গীকার করেন, এই আন্দোলন শুধু ক্যাম্পাসে সীমাবদ্ধ থাকবে না, বরং দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়বে।