বরগুনা থানা পুলিশ কতৃক ডেভিল হান্ট অভিযান পরিচালনা করিয়া গত ০৯/০৩/২০২৫ তারিখ দিবাগত রাত তথ্য প্রযুক্তির সহায়তায় বরগুনা থানার মামলা নং-১১, তাং-১০/০৩/২০২৫ ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এর প্রকৃত ডাকাত দলের সক্রিয় সদস্য ৩ জনকে প্রথমে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১। দিপুল বিশ্বাস(৩৫), নয়াকাটা মাইঠ বরগুনা পৌরসভা, ২। হুমায়ুন (৪২), উত্তর খাজুরতলা ২নং ইউপি, ৩। বাদল খলিফা(৪২), উত্তর ইটবাড়িয়া ৫নং ইউপি, বরগুনা। ঐ সময় তাদের নিকট থেকে ডাকাতির সময় ব্যবহৃত ঘর ভাঙ্গার সরঞ্জামাদি, ডাকাতি হওয়া ১ টি বাটন মোবাইল সেট উদ্ধার করা হয়। তার মধ্য ৩নং আসামির বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা,মাদকসহ ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১জনের বিজ্ঞ আদালতে স্বইচ্ছায় মৌখিক জবানবন্দি আলোকে আরো ১জন ডাকাত যার নাম মোঃশুক্কুর(৩৫) সাং- খাকবুনিয়া ৭নং ইউপিকে গ্রেফতার করা হয়।
মূলত আজ থেকে প্রায় দেড় মাস পূর্বে ইং ২১/০১/২০২৫ তারিখ খাকবুনিয়া নিবাসি জনৈক ওমর ফারুক হাওলাদারের বাড়িতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে দলিলপত্র, টাকা পয়সা, হাতিয়ে নেয়ার লক্ষ্যে প্রতিবেশি মোঃ শুক্কুর ডাকাতদল ভাড়া করে নিয়ে এসে উক্ত ডাকাতির ঘটনা ঘটায়। উল্লেখ্য যে ইতোপূর্বে ১৬৪ এর জবানবন্দিতে বলা অপর আরেক ডাকাতকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।