বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

সাভারে অবৈধ ভাবে ফসলী জমির মাটি কেটে বিক্রয়,অভিযানে ৩টি ভেকু গুড়িয়ে ধ্বংশ

মোহাম্মদ ইয়াসিন, সাভার

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

সাভারে অবৈধ ভাবে ফসলী জমির মাটি কেটে বিক্রয়,অভিযানে ৩টি ভেকু গুড়িয়ে ধ্বংশ

 

সাভারে উপজেলা  প্রশাসনের ভ্রাম্যমান আদালতের উদ্যোগে অবৈধভাবে ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মাটি কাটার তিনটি ভেকু গুঁড়িয়ে দেওয়া সহ একটি ভেকু জব্দ করেছে উপজেলা প্রশাসন।


এ ছাড়া পরিবেশের ক্ষতি করে টায়ার পুড়িয়ে ফার্নিস তেল তৈরীর অপরাধে অবৈধ চারটি  কারখানায়েও অভিযান পরিচালনা করা হয়।
গত মঙ্গলবার সাভারে ভাকুর্তা ইউনিয়নের বড়চক এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুবকর সরকার।


অভিযানে বড়চকের বিস্তৃর্ন ৩ ফসলী জমির মাঠের একাধিক জমিতে ৪টি ভেকু দিয়ে মাটি কাটবার প্রত্যক্ষ লক্ষনীয় হলে তা দ্রুত জব্দ করা হয়।
একাধিক ফসলী জমিতে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটবার ফলে জমিগুলো এক একটি ২০ থেকে ৩০ ফিট গভীর গর্তে পরিণত হয়েছে।
অভিযানকালে ঘটনাস্থলে ভেকু রেখে মাটি খেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ সময় জব্দকৃত ভেকু চারটির ১ টিকে অবশিষ্ট রেখে ৩ টিকে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।


এছাড়া অভিযানকালে ভাকুর্তা অঞ্চলের অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরীর ০৪টি কারখানায় অভিযান চালানো হয়। অবৈধ কারখানা ৪ টিকে গুড়িয়ে দেয়া হয়।
সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকার বলেন, ফসলী জমি রক্ষা ও ৩ ফসলী জমির মাটি কাটা বন্ধ এবং অপরাধীদের ধরতে অভিযান চালানো হলেও ঘটনাস্থলে গিয়ে আমরা ৪ মাটি কাটবার ভেকু পাই, আমাদের উপস্থিতি টের পেয়ে মাটি খেকোরা পালিয়ে যায়। তবে আমরা ৩ ভেকু গুড়িয়ে দিয়েছি এবং ১ টি ভেকু জব্দ করি।


এ সময় পরিবেশের ক্ষতি করে টায়ার পুড়িয়ে ফার্নিস তেল তৈরীর অবৈধ ৪টি কারখানায়ও অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেয়া হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সাংবাদিকদের জানান।