চলমান ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে ঘাটাইল উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন । বুধবার সকাল ১০ টায় ঘাটাইল উপজেলা পরিষদ সামনে ঘাটাইল উপজেলার পৌর ও কলেজ শাখা ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় নেতা কর্মিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণের ঘটনা ক্রমাগত বাড়ছে, যা নারীদের জন্য ভয়াবহ নিরাপত্তাহীনতার পরিস্থিতি তৈরি করেছে।
স্বাধীন দেশে আমরা নিরাপদভাবে বাঁচতে চাই। ধর্ষণের জন্য আলাদা আইন করে দ্রুত বিচার কার্যকর করা হোক, সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক। দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে দিন দিন ধর্ষকরা বেপরোয়া হয়ে উঠেছে। সরকারকে এখনই নারীদের নিরাপত্তা রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
এ সময় বক্তব্য দেন ঘাটাইল উপজেলার ছাত্রদল সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন আমরা নিরাপদ বাংলাদেশ দেশ চাই এবং বাংলাদেশে ধর্ষকের কঠিন শাস্তি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।
এ সময় নেতা কর্মিরা স্লোগান দেন আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই; আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব চাই; তুমি কে? আমি কে? আছিয়া আছিয়া ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চান।