বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

জাতিসংঘের মহাসচিবের আগমনকে কেন্দ্র করে কক্সবাজারে নিরাপত্তা জোরদার

ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

জাতিসংঘের মহাসচিবের আগমনকে কেন্দ্র করে  কক্সবাজারে নিরাপত্তা জোরদার

আগামী শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন জাতিসংঘের মহাসচিব ও অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস। ক্যাম্পে জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনে নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হচ্ছে কক্সবাজার শহর সহ গোটা উখিয়া উপজেলা। 


নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন জানান, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) পুরো নিরাপত্তা ব্যবস্থা সমন্বয়ের কাজে নিয়োজিত আছে। সফরকে ঘিরে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জসিম উদ্দিন আরো জানান, দুই ভিআইপির সফরকালীন সময়ে সেনাবাহিনী তদারকি করছে। কক্সবাজার বিমানবন্দর থেকে শরনার্থী শিবির পর্যন্ত কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।এক লাখেরও বেশি রোহিঙ্গার সঙ্গে বসে গণ-ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস । শুক্রবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে সফরের শেষ পর্বে তারা এই আয়োজনে অংশ নেবেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।


সফরসূচি হিসেবে মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গুতেরেস উখিয়া শরণার্থী শিবিরে পৌঁছাবেন। সেখানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর, খাদ্য সংস্থা-ডব্লিউএফপি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা –আইওএম এবং অন্যান্য মানবিক সংস্থার গুলোর প্রতিনিধিরা তাকে শিবিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন।এরপর গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে তিনটি পৃথক বৈঠকে অংশ নেবেন। বিকেলে তিনি কুতুপালং শরণার্থী শিবিরে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সফরের শেষ পর্বে প্রায় এক লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে বসে গণ-ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস।