সাবেক ত্রান ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর সহধর্মিণী বেগম শায়লা কামাল ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ -- রাজিউন)।
বুধবার (১২ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা বুধবার বাদ আছর ফরিদপুর শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকার আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে মরহুমার কন্যা এবং জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ জানান, আমার শ্রদ্ধেয় আম্মা বেগম শায়লা কামাল ভোর সাড়ে পাঁচটার দিকে ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফেরাত কামনা করছি।
তার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ও ফরিদপুর জেলার নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।