দেশব্যাপী ধর্ষণের ঘটনা ও অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০ টায় মঠবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে সামনে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক তাহমিদ নাফিস। এছাড়া বক্তব্য রাখেন কলেজ শাখার সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, পৌর শাখার সেক্রেটারি মোঃ অলিউল্লাহ, মঠবাড়িয়া উত্তর শাখার সভাপতি মোঃ রাকিব তালুকদার , পৌর শাখার সভাপতি রাকিব হাসান মুন্না এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রশিবিরের সরকারি কলেজ শাখার সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ধর্ষণের মতো অপরাধ দমনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা নারী নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।