শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

পঞ্চগড়ে এক হাজার ব্যাবসায়ীর একসাথে ইফতার

মো আরিফুল ইসলাম ইরান, পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫, ১২:০৩ পিএম

পঞ্চগড়ে এক হাজার ব্যাবসায়ীর একসাথে ইফতার

পঞ্চগড়ে এক হাজার ব্যবসায়ী একসাথে ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে চেম্বার কনভেনশন হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাজারও ব্যবসায়ী একসাথে ইফতার করেছেন। 


এ সময় পঞ্চগড়  চেম্বারের সভাপতি শরিফ হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক সাবেত আলী, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন, চেম্বারের ট্রেজারার শফিউজ্জামান পাটোয়ারি রুবেল, পরিচালক কামরুজ্জামান শাহানশাহ, রাওজুল করিম, হায়াতুন আলম সহ জেলার বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি এবং জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিল।

 
প্রতিবছর পঞ্চগড় চেম্বারের আয়োজনে ইফতার মাহফিল আয়োজন করা হয় । কিন্তু এবার  এক হাজার ব্যাবসায়ী একসাথে ইফতারের আয়োজন করা হয়। ইফতারে উন্নতমানের গোলাপি শরবত, কাচ্চি বিরানী সহ নানান ধরনের সুস্বাদু আইটেমের খাবার ছিল । 


ব্যবসায়ীরা জানান এবারের ইফতারের আয়োজন অত্যন্ত মানসম্পন্ন ছিল। চেম্বার অব কমার্সের বর্তমান কমিটিকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ীরা বলেন আমরা চাই প্রতিবছর এমন আয়োজন করা হোক।


ইফতারের পূর্বে মাওলানা খায়রুল ইসলাম দোয়া পরিচালনা করেন। পঞ্চগড় চেম্বারের মৃত সদস্য এবং প্রয়াত সভাপতি গনের জন্য এবং পঞ্চগড় বাসীর শান্তি কামনায় দোয়া করা হয়।