অবৈধভাবে লাভবান হতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দেশী ও বিদেশী জাল নোট বানিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন তারা। আসন্ন ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট বানিয়ে নিজেদের কাছে রেখেছিলেন। শিগগিরই এসব নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের।
রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী-বিদেশী জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তরা বিভাগ। রোববার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় ওয়ারী থানাধীন আর কে মিশন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সাইদুর রহমান ও মেহেদী হাসান। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার জাল নোট, ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর আর কে মিশন রোডের ৮নং গলির একটি ভবনে অভিযান চালায় ডিবির উত্তরা বিভাগ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাল নোট ব্যবসায়ী সাইদুর রহমান ও মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়। তাদের আরেক সহযোগী এ সময় কৌশলে পালিয়ে যায়।
তাদের কাছ থেকে এক হাজার ও পাঁচশ টাকা মূল্যমানের মোট ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকা ও ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট, একটি সিপিইউ, একটি মনিটর, জাল নোট তৈরিতে ব্যবহৃত প্রিন্টারের আটটি অব্যবহৃত কালির কৌঁটা, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, অবৈধভাবে লাভবান হতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দেশী ও বিদেশী জাল নোট বানিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতেন তারা। আসন্ন ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট বানিয়ে নিজেদের কাছে রেখেছিলেন। শিগগিরই এসব নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।