শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

বরগুনায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর ধর্ষণের মামলা করায় নিহত বাবা মন্টু দাসের বাড়ি পরিদর্শন জামাতের আমিরের

মহিবউল্লাহ কিরন, বরগুনা

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫, ০৭:০৩ পিএম

বরগুনায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর ধর্ষণের মামলা করায় নিহত বাবা মন্টু দাসের বাড়ি পরিদর্শন জামাতের আমিরের

বরগুনায় আলোচিত সপ্তম শ্রেণীর নন্দিনী দাসের ধর্ষণের মামলা করায় বাবা মন্টু দাসকে নির্মম ভাবে হত্যা করায় বরগুনার  কালিবাড়িতে অবস্থিত তার অসহায় পরিবারটির পাশে দাড়ানোর জন্য সুদুর ঢাকা থেকে এসে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল ইসলাম।সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় বরগুনা পৌরসভার কালিবাড়ি এলাকার নিহত মন্টু দাসের বাড়িতে পৌঁছান জামায়াতের আমীর। তার সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


এর আগে সকাল ১০:৩০টার দিকে ডা. শফিকুল ইসলামকে বহনকারী একটি হেলিকপ্টার বরগুনা সার্কিট হাউজ প্রাঙ্গণে অবতরণ করে।


বরগুনা পৌরসভার কালীবাড়ির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত ৫ মার্চ বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা মন্টু দাস। ওই দিনই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে বরগুনা থানা পুলিশ এবং পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এরপর ১২ মার্চ মামলার শুনানির দিন ছিল,১১মার্চ রাতেই তাকে নির্মমভাবে মেরে বাড়ির পাশে ঝোপে ফেলে রাখা হয়, ওইদিনই মধ্যরাতে বাড়ির পেছন থেকে বাদী মন্টু দাসের মরদেহ উদ্ধার করে বরগুনা থানা পুলিশ।


ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মেয়ে নন্দিনী দাস কে ধর্ষণের অভিযোগে মামলা করায়  পরিকল্পিতভাবে বাবা মন্টু দাসকে হত্যা করা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে দুর্দশায় দিন কাটছে অসহায় পরিবারটির।


সোমবার নিহত মন্টু দাসের বাড়ি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুল ইসলাম,এ সময় ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ করে উপহারসামগ্রী পৌঁছে দেন,পরে সংবাদ সম্মেলনে ডক্টর শফিকুল ইসলাম বলেন একটা সাধারণ পরিবারের বেঁচে থাকার জন্য ও বাচ্চাদের শিক্ষা সহায়তা আর্থিক সহায়তা সহ যতটুকু দরকার মন্টুর পরিবারের জন্য সবটুকুই তিনি করবেন,
এ সময় ক্ষতিগ্রস্ত মন্টুর পরিবারের পাশে থেকে সব ধরনের আইনি সহায়তা করা ও তাদের পাশে থাকার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন।


তিনি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে জানান, ‘মন্টুর পরিবারের সঙ্গে যা যা ঘটেছে তা অত্যন্ত নেক্কারজনক। আমার সংগঠনের যারা আইনজীবী আছেন তারাও ভূক্ত ভোগীর পাশে থেকে আইনি সহায়তা করবেন। 


এরপর, ডা. শফিকুল ইসলাম বরগুনা শহীদ মিনারে মাঠে এক পথসভায় অংশ নেন এই পথসভায় আরো উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও কর্মী বৃন্দ।