১০৪ বছরের পুরোনো মসজিদে মাসব্যাপী ইফতারের আয়োজন করে এলাকায় প্রশংসায় ভাসছেন মসজিদ পরিচালনা কমিটি। সিলেটের বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর পাড়ে অবস্থিত শত বছরের পুরণো বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদটি মূলত বালাগঞ্জ বাজারকে কেন্দ্র করেই নির্মাণ করা হয়েছিল। বুধবার (১৮ রমজান) মসজিদটিতে গিয়ে ইফতারে বাজারের সকল ব্যবসায়ীদের অংশগ্রহণ করতে দেখা গেছে। এতে ব্যবসায়ী ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় হাজার খানেক লোকজন উপস্থিত ছিলেন।
মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছেন, বালাগঞ্জ বাজারের ব্যবসায়ীদের এক ছাদের নিচে খুব একটা দেখা মেলে না। বাজারের সকল ব্যবসায়ীদের একে অপরের মেলবন্ধন অটুট রাখতেই মূলত এই ইফতার মাহফিলটির আয়োজন। তারা জানিয়েছেন, এখন থেকে প্রতি রমজানেই এমন আয়োজন করা হবে।
বাজারের ব্যবসায়ীরা বলেন, ব্যবসায়িক ব্যস্ততার কারণে আমাদের সবার এক সাথে খুব একটা মেলামেশা হয় না। এই ইফতার মাহফিলটি দীর্ঘদিন পর আমাদেরকে এক ছাদের নিচে নিয়ে এসেছে। ইফতার মাহফিলটি আমাদের মিলনমেলায় পরিণত হয়েছে। আমরা চাই এরকম উদ্যোগ প্রত্যেক রমজানেই হোক। তাতে আমাদের সার্বিক সহযোগীতা থাকবে।
এসময় মসজিদ কমিটির সহ সভাপতি মখদ্দুস আলী, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উপদেষ্টা হাজী ছিদ্দেক আলী, ডা. বুলবুল আহমদ, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, তুহিন মনসুর, ইউনুস আলী, মোস্তাক আহমদ, রমিজ আলীসহ বালাগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।