বরগুনার তালতলীতে শ্বশুরবাড়ি থেকে রহস্যজনকভাবে জামাতা মো. আয়নাল মোল্লা (৫০) নামে একজনের লাশ উদ্ধার করেছে তালতলী থানা পুলিশ। বুধবার ১৯/৩/২৫ বিকাল ৩টার দিকে তালতলী উপজেলার সোনা কাটা ইউনিয়নের দক্ষিণ কবিরাজপাড়া গ্রামের মোস্তফা হাওলাদারের এর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আয়নাল মোল্লা তালতলী উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া গ্রামের মো: নাজিম মোল্লার পুত্র। জানা গেছে, প্রায় ২০ বিশ বছর আগে নিশান বাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া গ্রামের নাজিম মোল্লার পুত্র মোহাম্মদ আয়নাল মোল্লার সাথে সোনাকাটা ইউনিয়নের দক্ষিণ কবিরাজ পাড়া গ্রামের মোস্তফা হাওলাদার এর মেয়ে মোসা: মিলা বেগমের সাথে পারিবারিকভাবে বিবাহে আবদ্ধ হয়। এরপর ২০১৮ সালে মিলা বেগম সৌদি আরব চলে যায়। এরপর তিন বছর পূর্বে বাগেরহাটের মুক্তা নামের আগের নারীকে বিবাহ করেন নিহত আয়নাল মোল্লা।
সেই সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর দ্বিতীয় বিবাহের সংবাদ পেয়ে মিলা প্রায় এক বছর পূর্বে বাড়িতে আসেন। এ নিয়ে স্বামী ও প্রথম সংসারের স্ত্রী সন্তান ও শ্বশুর বাড়ির সাথে ঝগড়াঝাটি ঝামেলা লেগেই থাকতো।
নিহতের ভাই বেল্লাল মোল্লা বলেন, গতকাল ফকির হাট বাজারে হানিফ কসাই এর বাড়ির সামনে বসে স্ত্রী মিলা, শ্যালক মানিক হাওলাদার, সন্তান রাব্বি মোল্লা মারধর করেন। আজ দুপুরে তাকে মৃত্যু অবস্থায় আয়নাল মোল্লাকে বাড়ির সামনে থেকে দেখতে পায় স্থানীয়রা,এরপর আমাকে মুঠোফোনে জানায় আমার ভাইকে ওরা হত্যা করেছে আমরা তার বিচার চাই। তবে হত্যার বিষয় অস্বীকার করে স্ত্রী মিলা বেগমের দাবী আমার স্বামী আত্মহত্যা করেছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহজালাল বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া হয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।