দেশের বিভিন্ন দূর্যোগ-দূর্বিপাকে, পবিত্র মাহে রামাদান, ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ এলাকার যেকোন দুঃস্থ মানুষের যেকোন প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাজ্বী কয়ছর আলী আনোয়ার।
বৃহস্পতিবার (১৯ রমজান) মান্দারুকা গ্রামে আরেকটি মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে মহানুভবতার পরিচয় দিয়েছেন মানবিক এই যুক্তরাজ্য প্রবাসী।
এদিন বাদ আসর হাজ্বী কয়ছর আলী আনোয়ার তার গ্রামের বাড়িতে স্থানীয় অসহায় রোজাদার মানুষজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি আগত উপকারভোগী ও উপস্থিত অতিথিদের ইফতারের বিশাল আয়োজন করেছিলেন তিনি।
হাজ্বী কয়ছর আলী আনোয়ার জানান, আমার এই জনহিতকর কাজ গুলোর সওয়াব আল্লাহ তায়ালা যেনো আমার মা-বাবাকে দান করেন, আমার এটুকুই চাওয়া। মহান আল্লাহ পাক আমাকে তাওফিক দান করেছেন একারণেই আমি মানুষের পাশে দাঁড়াতে পারছি, এজন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমার এই উদ্যোগ গুলো অব্যাহত থাকবে।
ইফতার সামগ্রী গ্রহণ করতে আসা মানুষজনসহ ইফতার মাহফিলে আগত অতিথিবৃন্দ এবং মান্দারুকা গ্রামের সকল শ্রেণিপেশার মানুষজনকে ইফতার মাহফিলটি শৃঙ্খলার সাথে সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাজ্বী কয়ছর আলী আনোয়ার।
পাশাপাশি গ্রামের মানুষজন ও আশেপাশের এলাকা থেকে আসা ইফতারসামগ্রী গ্রহণকারীরাও হাজ্বী কয়ছর আলী আনোয়ারের জন্য প্রাণভরে দোয়া করেছেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার এই মহতি কাজগুলো অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন ইমাম মাওলানা ফারুক আহমদ লস্করী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আবদুল শুকুর, আব্দুল খালিক, সালামত আলি, হাজী তারেক চৌধুরী, হাজী সিরাজুর রহমান, আব্দুল খালেক, আব্দুল আলিম, আব্দুল লালিম।
ইফতার মাহফিল পূর্বক সভা সঞ্চালনা করেন হাফিজ রিপন।
এছাড়াও এসময় মান্দারুকা সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।