আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’। শনিবার (২২ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে তারা এই ঘোষণা দেন।
আন্দোলনের সময়কার স্লোগান নিয়ে সেখানে উপস্থিত হন আহত অভ্যুত্থানকারীরা। দ্রুত আওয়ামী লীগের বিচার না হলে সারা দেশ থেকে ঢাকা অবরোধের হুঁশিয়ারি দেন তারা। তাদের দাবি, ক্ষমতায় থাকার জন্য যে গণহত্যা চালানো হয়েছে, তার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। এ সময় সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন বক্তারা।
আহতদের অভিযোগ, তারা বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। দেশের প্রয়োজনে নিজেদের শেষ শক্তিটুকু নিয়েও আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন।
সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।