শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

কালীগঞ্জ আঞ্চলিক বিএনপি'র ইফতার মাহফিল সম্পন্ন

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫, ১০:০৩ পিএম

কালীগঞ্জ আঞ্চলিক বিএনপি'র ইফতার মাহফিল সম্পন্ন

বালাগঞ্জের কালীগঞ্জ আঞ্চলিক বিএনপি'র ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কালীগঞ্জ বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ আঞ্চলিক বিএনপি'র সভাপতি ফখরুল ইসলাম।

 

কালীগঞ্জ আঞ্চলিক বিএনপির সাধারণ সম্পাদক মো. তছকির আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিএনপি'র সহ সভাপতি মকবুল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিএনপি'র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাওছার আহমদ। 

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা বিএনপি'র সহ সাধারণ সম্পাদক ও জিয়া সংসদ বালাগঞ্জ উপজেলা শাখা'র সভাপতি আজমান আলী জুয়েল। 

সভায় বক্তারা বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন বানচাল করতে অনেকেই ষড়যন্ত্র করছে। তাই সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করতে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। 

 

এসময় উপস্থিত ছিলেন দুলু মিয়া, মকলিস মিয়া, শামসুল ইসলাম, সালাম মিয়া, ওয়াতির মিয়া, মান্নান মিয়া, রুশন মিয়া, সামাদ মিয়া প্রমুখ।