শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

ব্যবসায়ীকে অপহরণ করে কোটি টাকা চাঁদা দাবি, বিএনপি-এনসিপির নেতাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫, ০৪:০৩ পিএম

ব্যবসায়ীকে অপহরণ করে কোটি টাকা চাঁদা দাবি, বিএনপি-এনসিপির নেতাসহ গ্রেপ্তার ৫

ব্যবসায়ীকে জিম্মি করে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার একটি দল। শনিবার (২২ মার্চ) খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন নগরীর সোনাডাঙ্গা থানাধীন নাজিরঘাট ক্রস রোড এলাকার বাসিন্দা মৃত হাফিজুর রহমানের ছেলে ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক জিয়াউস সাদাত (৪৮), বসুপাড়ার মো. আজগর মোল্যার ছেলে ও জাতীয় নাগরিক কমিটির খুলনার সমন্বয়ক ইমন মোল্লা (২৪), পুরাতন গল্লামারী রোডের মৃত আব্দুল ওহাবের ছেলে ও সদ্য সাবেক নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু (৫৫), খালিশপুর থানাধীন মানসি বিল্ডিংয়ের পেছনের মজিবর রহমানের ছেলে জয় হাসান (২২) এবং খালিশপুর কোহিনুর মোড়ের মো. খলিলুর রহমানের ছেলে শাকির রহমান (২২)।

 

কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহা. আহসান হাবীব জানান, গাজীপুরের শ্রীপুর থানার ব্যবসায়ী ও খুলনার বসুপাড়া এতিমখানা মোড়ের নর্থখাল ব্যাংক রোডের বাসিন্দা নূরে আলম মোল্লাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

 

 

২১ মার্চ শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তার ভাড়া বাসা থেকে অপহরণ করা হয়। পরে তাকে খুলনা সদর থানাধীন গল্লামারী ৪ নম্বর কাশেম সড়ক এলাকায় শেখ মো. সালাউদ্দিনের বাড়ির চতুর্থ তলার একটি ফ্লাটে আটকে রেখে পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করে অপহরণকারীরা।  

 

 

তিনি আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগের পর খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে। 

তিনি জানান, একইসঙ্গে নূরে আলমকে উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে কৌশিক আহমেদ বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন।