ব্যবসায়ীকে জিম্মি করে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার একটি দল। শনিবার (২২ মার্চ) খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন নগরীর সোনাডাঙ্গা থানাধীন নাজিরঘাট ক্রস রোড এলাকার বাসিন্দা মৃত হাফিজুর রহমানের ছেলে ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক জিয়াউস সাদাত (৪৮), বসুপাড়ার মো. আজগর মোল্যার ছেলে ও জাতীয় নাগরিক কমিটির খুলনার সমন্বয়ক ইমন মোল্লা (২৪), পুরাতন গল্লামারী রোডের মৃত আব্দুল ওহাবের ছেলে ও সদ্য সাবেক নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু (৫৫), খালিশপুর থানাধীন মানসি বিল্ডিংয়ের পেছনের মজিবর রহমানের ছেলে জয় হাসান (২২) এবং খালিশপুর কোহিনুর মোড়ের মো. খলিলুর রহমানের ছেলে শাকির রহমান (২২)।
সারাবাংলা রিলেটেড নিউজ
কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোহা. আহসান হাবীব জানান, গাজীপুরের শ্রীপুর থানার ব্যবসায়ী ও খুলনার বসুপাড়া এতিমখানা মোড়ের নর্থখাল ব্যাংক রোডের বাসিন্দা নূরে আলম মোল্লাকে অপহরণ করে দুর্বৃত্তরা।