শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে ইউনেস্কো হামদান প্রকল্পের উদ্বোধন

কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইল

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫, ০৬:০৩ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে ইউনেস্কো হামদান প্রকল্পের উদ্বোধন

শিক্ষা ক্ষেত্রে গুডনেইবারস বাংলাদেশ অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরুপ প্রতিষ্ঠানটি ইউনেস্কো থেকে ইউনেস্কো হামদান প্রাইজ ফর টিচার্স ডেভেলপমেন্ট ২০২৪ অর্জন করেছে। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও ফলপ্রসু শিক্ষা পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই গৌরবময় অর্জনের অংশ হিসেবে টাঙ্গাইলের ঘাটাইলে ইউনেস্কো হামদান প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 


রোববার (২৩ মার্চ)  দুপুরে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল  কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে ঘাটাইল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট কার্যালয় প্রাঙ্গণে ইউনেস্কো হামদান প্রকল্পের উদ্বোধন করা হয়।


গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম।


গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান, এসএমসির দাতা সদস্য ডাঃ ফনিন্দ্র পাল,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহমান প্রমুখসহ এ সময় পার্টনার স্কুল সমুহের প্রধানগণ, শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ, সমাজসেবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মোশারফ হোসেন।