রবিবার সকালে বসুরহাট দারুননাজাত মাদরাসা গেইটে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও নিরীহ মুসলমানদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাদরাসার পরিচালনা পরিষদের সদস্য খাজা গিয়াস উদ্দিন মাহমুদ, মুফতী আবদুল্লাহ আল নোমান, নুর নবী, মাওলানা ওবায়দুল্লাহ হাসান এবং দেলোয়ার হোসেন।
এছাড়া ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট বাজার শাখার সভাপতি গিয়াস উদ্দিন দিদার, চরকাঁকড়া একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বসুরহাট এ.এইচ.সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল ইসলাম, কবিরহাট প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবদুল করিম, বসুরহাটের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মালেক মিলন। এতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েলের এই বর্বর হামলা মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। ফিলিস্তিনের মুসলমানদের ওপর চালানো গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত। তারা বাংলাদেশ সরকারসহ মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের পক্ষে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় ফিলিস্তিনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা হয়। মানববন্ধনে দারুননাজাত মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করেন।