শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

বরগুনার আমতলীতে দীর্ঘ এক বছর পর নৌ-রুটে লঞ্চ চলাচলের উদ্যোগ

মহিবউল্লাহ কিরন, বরগুনা

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫, ০৬:০৩ পিএম

বরগুনার আমতলীতে দীর্ঘ এক বছর পর নৌ-রুটে লঞ্চ চলাচলের উদ্যোগ

বরগুনার আমতলীতে প্রায় এক বছর পরে ঢাকা আমতলী নদীপথে যাত্রী সেবায় চারখানা লঞ্চ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ২৬ শে মার্চ ২০২৫ থেকে চার খানা লঞ্চ পর্যায়ক্রমে ঢাকা আমতলী রুটে চলাচল করবে।


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রী সেবার কথা চিন্তা করেই লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এম.ভি রিয়াদ ৭ লঞ্চের মালিক মামুনুর রহমান ও এম.ভি সুন্দরবন ৭ লঞ্চের মালিক মাইনুল ইসলাম বলেন ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে লঞ্চ মালিকপক্ষ।
এই রুটে এম.ভি সুন্দরবন ৭ এম.ভি রিয়াদ ৭ এম.ভি রিয়াদ ৩ এম.ভি শরীয়তপুর ৩ লঞ্চ পর্যায়ক্রমে চলাচল করবে।


বরগুনা বিআইডব্লিউটি এর সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন লঞ্চ চালুর বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন, যাত্রীদের সকল ধরনের সেবা নিশ্চিত করা হবে।


আগামী ২৬ মার্চ ২০২৫ তারিখ থেকে (ঢাকা-আমতলী) (আমতলী-ঢাকা) রুটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধুমাত্র ঈদ স্পেশাল ট্রিপ হিসেবে লঞ্চ চলাচল করবে।


ঢাকা থেকে আমতলী যাবেঃ-

▪️২৬ মার্চঃ এম ভি ইয়াদ-৭
▪️২৭ মার্চঃ এম ভি ইয়াদ-৩ 
 ও এম ভি শরীয়তপুর-৩
▪️২৮ মার্চঃ এম ভি সুন্দরবন-৭
▪️২৯ মার্চঃ এম ভি ইয়াদ-৭
▪️৩০ মার্চঃ এম ভি ইয়াদ-৩ 
  ও এম ভি শরীয়তপুর-৩
▪️৩১ মার্চঃ এম ভি সুন্দরবন-৭


ঢাকা থেকে আমতলী লঞ্চ ছারবে বিকাল ৫.০০ টায়
কেবিন বুকিংয়ের নাম্বার সমূহ 
সুন্দরবন ৭- 01786199947
ইয়াদ ৭-01747964700
ইয়াদ ৩-01972621698
শরিয়তপুর ৩-01716188663