শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

দলীয় নেতাকর্মীদের নিয়ে এমআর ডালিমের ঈদ পুনর্মিলন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম

দলীয় নেতাকর্মীদের নিয়ে এমআর ডালিমের ঈদ পুনর্মিলন

১ মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন মুসলিম উম্মাহ। 

বাংলাদেশের এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে ভিন্ন এক আবহে। 

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে তাই সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপি'র কোষাধ্যক্ষ ঢাকার সফল ব্যবসায়ী এমআর ডালিম তার নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে এক ঈদ পুনর্মিলনের আয়োজন করেছিলেন।

মঙ্গলবার (১লা এপ্রিল) বিকেলে স্থানীয় রসুলগঞ্জ বাজারে এ ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমআর ডালিম বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা নির্যাতনের শিকার হয়েছিলাম। বিগত ঈদ গুলো আমরা ভালো ভাবে কাটাতে পারিনি। স্বৈরাচার শেখ হাসিনা এই ঈদের দিন গুলোতেও আমাদের দলীয় অনেক ভাইদের কারাগারে রেখেছিল। স্ত্রী, সন্তান আপনজনদের সাথে অনেকেই ঈদ কাটাতে পারেননি। তাই এবারের ঈদ আমাদের জন্য বাড়তি এক আনন্দের। 

ঈদ পুনর্মিলনে বালাগঞ্জ উপজেলা ও পূর্বগৌরীপুর ইউনিয়ন বিএনপি'র বিভিন্নস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।